• তৃণমূলে যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপিতে ধাক্কা। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রানাঘাট দক্ষিণ থেকে মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের মিছিলে এদিন যোগ দেন মুকুটমণি। কলেজ স্কোয়ারে মিছিল শুরুর আগে তাঁর হাতে তৃণমুলের পতাকা তুলে দেন অভিষেক ব্যানার্জি। মিছিলের শেষে ডোরিনা ক্রসিংয়ে সভামঞ্চে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ দলের শীর্ষ মহিলা নেতৃত্ব। আজকাল ডট ইনকে মুকুটমণি বলেন, "আমি সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই। বিজেপিতে থেকে সেটা সম্ভব হচ্ছিল না। তৃণমূলে আসার সেটাই একমাত্র উদ্দেশ্য। বিজেপি নেতৃত্ব কোনো কাজই করেনি।" ভোটের আগে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এনআরসি। সেই প্রসঙ্গে মুকুটমণি বলেন, "বহুদিন ধরেই আমরা এনআরসি, সিএএ-র বিরুদ্ধে আন্দোলন করছি। মমতা ব্যানার্জিও সেই লড়াইয়ে সামিল হয়েছেন। আমি তৃণমূলে যোগ দিয়ে সেই লড়াইকে আরও শক্তিশালী করতে চাই।"
  • Link to this news (আজকাল)