• নারী অধিকার নিয়ে রাজপথে মমতা, মিছিলে সন্দেশখালির মহিলারা
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার "স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার শহরের রাজপথে বাংলার শাসক দল। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে পা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মিছিলে উপস্থি অরূপ বিশ্বাস, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, শান্তনু সেন, জুন মালিয়া, কৃষ্ণা চক্রবর্তী, দেবশীস কুমার, রত্না চ্যাটার্জি, সুস্মিতা দেব, লাভলি মৈত্র সহ দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। মিছিলের সামনের সারিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে মহিলা নেতৃত্ব। উল্লেখযোগ্যভাবে, মিছিলে রয়েছেন সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির মহিলাদের সম্মানহানি হয়েছে তৃণমূল জামানায়, এই অভিযোগ তুলে যখন সরব রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, তখন মমতার মিছিলে তাঁরা। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা "সন্দেশখালির মা বোনেদের নিয়ে প্রধানমন্ত্রীর রাজনীতি করা বন্ধ হোক", "সন্দেশখালিকে মণিপুর হতে দেব না, আমরা সবাই দিদির হাত ছাড়ব না।" আজকাল ডট ইনকে সন্দেশখালির মহিলারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা দূর করেছেন, এখন আর আতঙ্ক নেই তাঁদের। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে তৃণমূলের এই মিছিল।শেষ হবে ডোরিনা ক্রসিং-এ। অন্যদিকে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজপথে, সেদিনই সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছে বিজেপির মহিলা মোর্চা। নিউটাউনে তাঁদের বাধা দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)