• সন্দেশখালি যেতে বিজেপির মহিলা মোর্চাকে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক ...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সন্দেশখালিতে যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হল বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল। নিউটাউনে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষদের আটকায় পুলিশ। সন্দেশখালিতে ১৪৪ ধারা রয়েছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। এরপরই নিউটাউনে রাস্তায় বসে প্রতিবাদে সরব হন বিজেপি নেত্রীরা। কিছুক্ষণের মধ্যেই লকেট, অগ্নিমিত্রা সহ একাধিক মহিলা কর্মীকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। অগ্নিমিত্রার বক্তব্য, "নিউটাউনে ১৪৪ ধারা নেই। সন্দেশখালির যে জায়গায় ১৪৪ ধারা নেই, সেখানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে?" বিক্ষোভের মাঝেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি মহিলা মোর্চার কয়েকজন নেত্রী। নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার মহানগরে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ শাসক দলের একাধিক নেতা। সেই মিছিলের সময়েই সন্দেশখালির মহিলাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানিয়েছে মহিলা মোর্চার প্রতিনিধি দল। দুপুর ২টোর পরেই নিউটাউনে বিজেপি নেত্রীদের আটকায় পুলিশ। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিকে সন্দেশখালিতে যেতে বাধা দিয়েছিল পুলিশ। সে সময় লকেটকে গ্রেপ্তার করা হয়েছিল। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর, আজই নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানিয়েছে তারা।
  • Link to this news (আজকাল)