• 'একটা নতুন জগতে পা দিলাম,' BJP-তে যোগ দিয়ে বললেন অভিজিত্‍
    আজ তক | ০৭ মার্চ ২০২৪
  • আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। কলকাতায় রাজ্য বিজেপি-র সদর দফতরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন। বিজেপি-তে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়ে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বললেন, 'আমাদের প্রথম উদ্দেশ্য হল, বাংলা থেকে একটি দুর্নীতিগ্রস্থ দল ও সরকারকে ক্ষমতা থেকে সরানো।'

    'পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল'

    অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, 'আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য মেরুদণ্ড সোজা করে লড়াই করা এক ব্যক্তি, বেকার যুবকদের প্রতারণার বিরুদ্ধে যিনি সোচ্চার কণ্ঠস্বর, তার পরিচিতি নতুন দেওয়ার কিছু নেই। আমি এটুকুই বলব, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে এই ধরনের মানুষের খুব প্রয়োজনীয়তা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি আশীর্বাদ গ্রহণ করেছেন তিনি।'

    'আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম'

    অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের কথায়, 'আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে, যেখানে প্রধান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো লোকেরা আছেন, সুকান্তদা, শুভেন্দুদাদের পরামর্শ সব সময়ই আমার কাজে লাগবে। যে দায়িত্ব আমায় দল দেবে, তা যথাযথ ভাবে পালন করব। আমাদের প্রথম উদ্দেশ্য হল, বাংলা থেকে একটি দুর্নীতি গ্রহস্থ দল ও সরকারের বিদায়লগ্নের সূচনা করে দেওয়া লোকসভায়। যাতে ২০২৬ এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। আমি যখন দেখি, বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে, কষ্ট হয়।'

    'নারদ স্টিং অপারেশন একটি চক্রান্ত'

    গত রবিবার রাজ্য রাজনীতিকে কার্যত চমকে দিয়ে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় ঘোষণা করে দেন, তিনি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে পদত্যাগ করছেন। এরপর মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন। অতীতে এজলাসে বার বার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। দুর্নীতি ইস্যুতে সে দিন সাংবাদিকেরা নারদকাণ্ডের প্রসঙ্গ তোলেন। প্রশ্ন করেন, নারদ মামলায় শুভেন্দু অধিকারীও তো অভিযুক্ত। এই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, 'শুভেন্দু চক্রান্তের শিকার। নারদ স্টিং অপারেশন একটি চক্রান্ত। তৃণমূলের তালপাতার সেপাই, সেনাপতি না কী বলে, সে করিয়েছিল।'
  • Link to this news (আজ তক)