জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ম্য়াচ হাতে রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ৩-১ জিতে নিয়েছে ভারত। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে ধরমশালায় শুরু হয়েছে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। আর ধরমশলায় মাইলস্টোন তৈরি করলেন ভারতের মহানক্ষত্র রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতের কিংবদন্তি স্পিনার ১০০ তম টেস্ট (R Ashwin 100th Test) খেলছেন। অশ্বিন ১৪ নম্বর ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। এর আগে ভারতের হয়ে ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন ১৩ জন ক্রিকেটার। তবে মাত্র একজনই পেরেছেন ২০০ টেস্ট খেলতে। তিনি 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
১৩) চেতেশ্বর পূজারা (১০৩)(এই ১৩ জনের মধ্য়ে কোহলি ও পূজারাই সক্রিয় ক্রিকেটার)অশ্বিন এদিন মাঠে ঢোকার সময়ে সতীর্থদের গার্ড অফ অনার পান। খেলা শুরুর আগে অশ্বিনের স্ত্রী ও দুই সন্তানের সামনেই শততম টেস্টের বিশেষ ক্য়াপ তুলে দেওয়া হয় স্মারক হিসেবে। কোচ রাহুল দ্রাবিড় তুলে দেন এই বিশেষ টুপি। অশ্বিন ৯৯ টেস্টে ৫০৭ উইকেট নিয়েছেন ২৩.৯১-এর গড়ে। ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের সেরা বোলিং পরিসংখ্য়ান ৭/৫৯। এর সঙ্গেই অশ্বিন ১৪০ ইনিংসে ৩৩০৯ রান করেছেন ব্য়াট হাতে। তাঁর গড় ২৬.১৪। পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধ-শতরান রয়েছে চেন্নাইয়ের বাসিন্দার। আধুনিক প্রজন্মের অন্য়তম সেরা অলরাউন্ডারদেরই একজন অশ্বিন।