মালদায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কর্মিসভা শেষ হতেই হাতিহাতিতে জড়ালেন বিজেপি দলের দুই নেতা-নেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার একটি বেসরকারি ভবনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কর্মিসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় এই কর্মিসভা শেষ হতেই মুখ্যমন্ত্রী মানিক সাহা চলে যান অন্য একটি কর্মসূচিতে যোগদান দিতে। আর তারপরেই ওই বেসরকারি ভবনে শুরু হয় বিজেপি দলের দুই নেতা-নেত্রীর মধ্যে চরম হাতাহাতি।