• BJP: বঙ্গ রাজনীতিতে ফের দলবদল! বিজেপিতে ইডি ‘অভিযুক্ত’, সিঁদুরে মেঘ দেখছে RSS?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
  • RSS on BJP joining:

    ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলবদলের চিত্রনাট্যের রূপ দেখেছে বাংলা। এবার লোকসভা ভোটের আগে সেই চিত্র ফিরে এসেছে। তৃণমূল থেকে বিজেপি, গেরুয়া থেকে ঘাসফুল। এরইমধ্যে প্রবীণ তৃণমূল নেতা বরানগরের বিধায়ক তাপস রায় দলবদল করেছেন। আবার বিজেপি বিধায়ক মুকুটমনি অধিকারী বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)