• IND vs ENG: দুজনেই কীর্তিমান, কার কাছে থাকবে স্মারক-বল! মাঠের মত মাঠের বাইরেও হৃদয় জয় কুলদীপ-অশ্বিনের, দেখুন ভিডিও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
  • India vs England 5th test at Dharamshala: মেঘের ঘনঘটা। ধর্মশালায় প্রথমে টসে জিতে শুরুটা খারাপ করেনি ইংল্যান্ড। বুমরা-সিরাজের শুরুর স্পেল ভালো সামলে এগোচ্ছিল ইংরেজ ব্যাটাররা। তবে কুলদীপ-অশ্বিন আক্রমণে আসার পরই বেপথু হয়ে যায় ইনিংস। জ্যাক ক্রলি-বেন ডাকেটের ওপেনিং জুটিতে ৬৪ রান। এবং শেষমেশ ক্রলির ৭৯ রানের ইনিংস বাদ দিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের বলার মত কিছু নেই। অশ্বিন-কুলদীপ নিজেদের মধ্যে নয় উইকেট ভাগাভাগি করে নিলেন। ২১৮ রানে গুটিয়ে গেল বেন স্টোকসের দল-ও।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)