• রাশিয়ার সন্ত্রাসবাদী তালিকায় নাম কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাসপারভ’র...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের সর্বকালের সেরা দাবাড়ুদের একজন হলেন রাশিয়ার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করায় এবার তাঁর নাম উঠল ‘সন্ত্রাসবাদী ও উগ্রবাদী’ তালিকায়। বহুদিন ধরেই পুতিনের বিরুদ্ধে কথা বলছেন ৬০ বছর বয়সী কাসপারভ। ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। রাশিয়ার রসফিনমনিটরিং সংস্থা একটি তালিকা তৈরি করে। এতে সাধারণ অর্থ পাচার এবং সন্ত্রাসবাদীদের অর্থায়নে দায়ী ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়। এই দাবাড়ুকে কেন ওই তালিকায় ফেলা হল, এবিষয়ে সংস্থাটি কোনও মন্তব্য করেনি। তবে এর আগে কাসপারভকে "বিদেশি এজেন্ট" তকমা দেওয়া হয়েছিল। এই তালিকায় নাম ওঠার পর কাসপারভ কৌতুক করে বলেন, ব্যাপারটি তাঁর জন্য সম্মানজনক। এক দশকেরও বেশি সময় ধরে আমেরিকায় বসবাস করছেন কাসপারভ। সেখানে তিনি রাজনৈতিক আন্দোলনে সক্রিয়।
  • Link to this news (আজকাল)