• জেলেনস্কির কনভয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কনভয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইউক্রেনের বন্দর নগরী ওডেশাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ওই ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে জেলেনস্কির থেকে মাত্র ১৫০০ ফুট দূরে। সে সময় তাঁর সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রায়াকোস মিসোতাকিসও ছিলেন। হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। সূত্রের খবর, দুই নেতার কনভয় হামলার তীব্রতা টের পেয়েছেন এবং তাঁরা ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির শব্দ শুনতে পেয়েছেন।ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেছেন, “আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবিলা করছে। আমি বিস্তারিত এখনও জানি না। কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছে।” তিনি বলেন, "আমাদের দ্রুত নিজেদের রক্ষা করতে হবে। আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভাল উপায় হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।"
  • Link to this news (আজকাল)