• মুখোমুখি দুই সৌরভ! প্যারিস অলিম্পিকে ভারতের পদক সংখ্যা বাড়বে, দাবি বিন্দ্রার...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টোকিওতে সাতটি পদক এসেছিল দেশে। এবার সেই পদক সংখ্যা বাড়বে। প্যারিসে সব বিভাগেই ভারতীয় দলের সাফল্যের বিষয়ে আশাবাদী অভিনব বিন্দ্রা। একইসঙ্গে পদক সংখ্যা বাড়ার বিষয়েও নিশ্চিত অলিম্পিকের সোনা জয়ী। বিন্দ্রা বলেন, "প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা ভাল পারফর্ম করবে। প্রস্তুতি ভাল হচ্ছে। সবকিছু সঠিক দিকেই এগোচ্ছে। আশা করছি এবার পদক সংখ্যা বাড়বে। টোকিওর থেকে অনেক বেশি পদক নিয়ে ফেরার বিষয়ে আশাবাদী।" তিনি এবং নীরজ চোপড়া ছাড়া অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে কোনও ভারতীয় সোনা জেতেনি। এবারও নীরজের থেকে সোনা আশা করছেন বিন্দ্রা। একইসঙ্গে শুটিং থেকেও একাধিক পদকের আশায়। বিন্দ্রা বলেন, "আমার সঙ্গে নীরজের কথা হয়েছে। ও ভাল ছন্দে আছে। আশা করছি আরও একটা পদক আসবে। এবার শুটিংয়েও আশা আছে। এই বিভাগ থেকেও পদক জেতা উচিত ভারতের।" বৃহস্পতিবার শহরের একটি পাঁচতারা হোটেলে স্পোর্টস কনক্লেভ "ট্রেলব্লেজার্স ২.০" তে যোগ দিতে এসে এমন জানান অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনাজয়ী। একই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের অন্যতম সফল অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি জানান, চ্যাম্পিয়নের ট্রিটমেন্ট পেতে হলে, আগে জিততে হবে। কনক্লেভের এই পর্বে মুখোমুখি দুই সৌরভ। পর্বের নাম ছিল, "সৌরভ কলিং সৌরভ।" উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং সৌরভ ঘোষাল। অনেক মজার তথ্য উঠে আসে এই সেগমেন্টে। সৌরভ গাঙ্গুলি জানান, তাঁর দলের মধ্যে থেকে শচীন তেন্ডুলকর বড় স্কোয়াশ প্লেয়ার হতে পারতেন। কারণ তাঁর বল সেন্স খুব ভাল। একইসঙ্গে ভাল টেবিল টেনিস খেলতেন। অন্যদিকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে নিজের মিল পান এশিয়ান গেমসে দু"বারের সোনাজয়ী সৌরভ ঘোষাল। একজন থাকেন বেহালায়, অন্যজন আলিপুরে। দু"জনের বাড়ির দূরত্ব খুব বেশি নয়। কিন্তু আগে কখনও দেখা হয়নি দুই সৌরভের। ১৯৯২ সালে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর বাদ পড়েন। আবার ১৯৯৬ সালে প্রত্যাবর্তনে জোড়া শতরান করেন সৌরভ গাঙ্গুলি। এই সময়টায় নিজেকে কীভাবে তৈরি করেছিলেন জানতে চান তাঁরই নেমসেক। একজন স্পোর্টসপার্সনকে চাপ সামলে কীভাবে সাফল্য পেতে হয়, সেই রাস্তা বাতলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক। 
  • Link to this news (আজকাল)