• বেকারি দূরীকরণে ৫ গ্যারান্টি ঘোষণা, লোকসভায় কংগ্রেসের হাতিয়ার ‘যুবা ন্যায়’...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আবু হায়াত বিশ্বাস,দিল্লি:‌ লোকসভা নির্বাচনে বেকারি বড় ইস্যু হতে চলেছে। মোদি সরকারকে চাপে রেখে কংগ্রেস যুবদের জন্য বড় ঘোষণা করল। রাজস্থানের বাসওয়াড়ায় দলের জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ৫ গ্যারান্টির ঘোষণা করেছেন। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে ‘‌রোজগার রেভ্যুলেশন’ আসবে।‌ রাহুল জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। কংগ্রেস ক্ষমতায় এলে‌ ৩০ লক্ষ সরকারি শুন্যপদে নিয়োগ দেওয়া হবে। প্রশ্নফাঁস থেকে মিলবে মুক্তি, হবে কড়া আইন। ২৫ বছরের কম বয়সি ডিপ্লোমাধারী অথবা স্নাতকদের ‘‌প্লেসমেন্ট’‌ দেওয়া হবে। বছরে এক লক্ষ টাকা করে পাবেন তারা। গিগ কর্মীদের সামাজিক সুরক্ষার বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। ‘‌যুবা রোশনি’-‌ যোজনায় ‌স্টার্ট আপের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হবে। ৪০ বছরের নীচে যুবরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • Link to this news (আজকাল)