• বাস চালকদের সচেতন করার জন্যে ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: বাস চালকের সচেতন করতে ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। বৃহস্পতিবার সকালে চুঁচুড়া বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল বাস চালকদের নিয়ে পথ সচেতনতা শিবির। সম্প্রতি বাস চালকের সচেতনতার অভাবে হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রী বোঝাই বাস। মৃত্যু হয় এক যাত্রীর, গুরুতর আহত হয় ছয় যাত্রী। চন্দননগর ট্রাফিক বিভাগ মনে করে এমন ঘটনা সব সময় দুর্ভাগ্যজনক। কখনোই প্রত্যাশিত নয়। তাই বাসচালকের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাস, ট্রেকার, অটো চালকরা। ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ সেমিনারে উপস্থিত সকল চালকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করেন। বুঝিয়ে দেন কোথায় কত গতিতে গাড়ি চালাতে হয়। গাড়ি চালানোর সময় কি কি নিয়ম মেনে চলতে হয় ইত্যাদি। পাশাপাশি ট্রাফিক নিয়ম নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতার। ট্রাফিক আইন এবং নিয়ম সংক্রান্ত বিষয়ে উৎসাহ বাড়াতে সঠিক উত্তরদাতা চালকদের পুরস্কৃত করা হয়।
  • Link to this news (আজকাল)