• ‌দ্বিতীয় বর্ষে ছোটদের ছায়াছবি, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল সেন...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবির মাধ্যমে শুরু হল দ্বিতীয় বর্ষ ছোটদের ছায়াছবি অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে চন্দননগর রবীন্দ্র ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে শুরু হয় ছোটদের ছায়াছবি অনুষ্ঠান। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং চন্দননগর পুরনিগমের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর ভাওয়াল, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল প্রমুখ। ছোট্ট দর্শকদের মনোরঞ্জনের লক্ষ্যে চন্দননগর রবীন্দ্র ভবন চত্বরকে গভীর জঙ্গলের রূপ দেওয়া হয়। কৃত্রিম সবুজে ঘেরা সেই জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায় অ্যানাকোন্ডা, ভাল্লুক, বাঘ, সিংহ, শিম্পাঞ্জি ইত্যাদিকে। এমনকি গভীর সেই জঙ্গলে দেখা মেলে টারজানেরও। অনুষ্ঠানে প্রত্যেক দিন তিনটি করে আকর্ষণীয় শিশুদের ছবি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে ছায়াছবি দেখতে এসে কার্যত অবাক, রবীন্দ্র ভবনের পরিবেশ ঘুরে দেখে মুগ্ধ খুদে দর্শকরা। অনুষ্ঠান চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত।
  • Link to this news (আজকাল)