• ‌ব্রিগেডের জনগর্জন সভার আগে চুঁচুড়ায় প্রস্তুতি সভায় উপচে পড়ল মানুষের ভিড় ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ পাঁচ লাখ ভোটে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে পরাজিত করতে প্রস্তুত চুঁচুড়া বিধানসভা। বৃহস্পতিবার চুঁচুড়া পিপুল পাতি মোড়ে আয়োজিত সভা থেকে তেমনই আওয়াজ প্রতিফলিত হল। ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতিতে উপচে পড়ল মানুষের ভিড়। নির্ধারিত সময়ের কিছুক্ষণের মধ্যেই পথসভা কার্যত সমাবেশের রূপ ধারণ করল। একইসঙ্গে সম্মিলিত কণ্ঠে উঠে এলো চুঁচুড়া থেকে ব্রিগেডে লক্ষাধিক মানুষের উপস্থিতির অঙ্গীকার। থিকথিকে ভিড়ে অচল হল জেলা সদর শহরের অলিগলি। বৃহস্পতিবার বিকেলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ডাকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় চুঁচুড়ার পিপুল পাতি মোড়ে। সভায় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি সূচিত মুখার্জি, জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী, জেলা বঙ্গ জননী সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, হুগলি চুঁচুড়া পুরসভার সদস্য তথা প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি সহ সদস্য সদস্যরা। উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সদস্য এবং শাখা সংগঠন। এদিনের সভায় সকল বক্তার বক্তব্যে বারবার উঠে আসে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ। এদিন বিধায়ক বলেন, ‘‌এটা কোনও ঘোষিত অনুষ্ঠান নয়, তবু পথসভায় মানুষের উপস্থিতি প্রমাণ করছে মানুষ বিজেপিকে আর চায় না। তাই স্বাভাবিকভাবেই আগামী লোকসভা নির্বাচনে পাঁচ লাখ ভোটে পরাজিত হতে চলেছেন লকেট চ্যাটার্জি। তার প্রমাণ গত বিধানসভা নির্বাচনে দিয়েছেন চুঁচুড়ার মানুষ। কুড়ি হাজারের বেশি ভোটে তাঁকে পরাজিত করেছেন।’‌ বিধায়ক দাবি করেন, বিজেপির আচরণে মানুষ রীতিমতো ক্ষুব্ধ। এই ব্রিগেডে তারই প্রতিফলন ঘটবে। এক লাখের বেশি মানুষ শুধুমাত্র চুঁচুড়া বিধানসভা এলাকা থেকে ব্রিগেড যাবেন। মানুষের ভিড়ে ব্রিগেড ছাপিয়ে যাবে দাবি করেছেন অসিত বাবু।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)