• ‌‌জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হাইকমান্ড, হতাশ অধীর'‌ ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই দেশের ১৯৫টি কেন্দ্রের (‌যার মধ্যে পশ্চিমবঙ্গের ২০ কেন্দ্র রয়েছে)‌ প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ‘‌ইন্ডিয়া’‌ জোটের গুরুত্বপূর্ণ তিন শরিক কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলো কার সঙ্গে জোট করবে তা এখনও পরিষ্কার নয়। তবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছেন তাঁর দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেই একা লড়বে। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাদের জোট নিয়ে কথাবার্তা চলছে। সূত্রের খবর কংগ্রেস রাজ্যে তৃণমূলের কাছ থেকে পাঁচটি আসন লড়ার জন্য চেয়েছে। এদিকে, সূত্রের খবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বামেদের সঙ্গে জোট করে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে বেশি আগ্রহী। কিছুদিন আগেই তিনি একথা জানান। এদিকে, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় এগিয়ে এলেও কংগ্রেস এখনও জোট নিয়ে পাকা কোনও কথা না দেওয়ায় বামেরা ৪২ টি আসনে লড়ার জন্য নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূত্রের খবর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়াই করতে পারেন। ইতিমধ্যেই বামেদের তরফে মুর্শিদাবাদ জেলায় প্রচার কর্মসূচিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ঘনঘন মুর্শিদাবাদ জেলায় আসছেন মহম্মদ সেলিম। এই অবস্থায় জোট নিয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ায় হতাশ অধীর। তিনি এদিন বলেন, ‘‌মহম্মদ সেলিম নির্বাচনে দাঁড়াতেই পারেন এবং জেলাতে প্রচারে আসতেই পারেন। কারণ এখনও জোট নিয়ে বামেদের সঙ্গে চূড়ান্ত কোনও কথাবার্তা হয়নি।’‌ আসন বন্টন নিয়ে চূড়ান্ত কথাবার্তা হলে তারপরেই এই বিষয়ে কিছু বলতে পারব।’‌ 
  • Link to this news (আজকাল)