• দূর হল‌ প্রতিবন্ধকতা, ফের নিয়মিত স্কুলে যাবে মুর্শিদাবাদের প্রতিমা ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের নিয়মিত স্কুলে যাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ–১ ব্লকের মথুরাপুর গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী প্রতিমা মণ্ডল। জঙ্গিপুর মহকুমার শিমলা হাইস্কুলের ছাত্রী প্রতিমার বাবা সুভাষ মণ্ডল বিশেষভাবে সক্ষম। তবুও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লড়াই করে নিজের মেয়ে প্রতিমাকে তিনি পড়াশোনা করাচ্ছেন। তবে প্রতিমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেকটাই। রোজ পায়ে হেঁটে ছোট্ট প্রতিমার পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হয় না। সুভাষবাবুর পক্ষেও প্রতিমাকে নিয়মিত স্কুলে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। তাই শিমলা হাইস্কুলের প্রতিভাবান ছাত্রী প্রতিমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছিল। এই খবর স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলির কানে আসে। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত প্রধান হাজির হন সুভাষবাবুর বাড়িতে। সঙ্গে ছোট্ট প্রতিমার জন্য একটি নতুন সাইকেল। ইয়াকুব আলি বলেন, ‘‌রাজ্য সরকার নবম শ্রেণিতে ওঠার পর ছাত্র–ছাত্রীদের জন্য ‘‌সবুজ সাথী’‌ প্রকল্পে সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু নবম শ্রেণিতে উঠতে প্রতিমার এখনও কয়েক বছর দেরি রয়েছে। স্কুলে যাওয়ার অসুবিধার জন্য একজন প্রতিভাবান ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘‌দূত’‌ হিসেবে নিজের সঞ্চয় থেকে প্রতিমাকে একটি সাইকেল কিনে দিলাম। এখন থেকে ওই সাইকেল চেপে সে রোজ স্কুলে যেতে পারবে।’‌  আর্থিক প্রতিবন্ধকতার কারণে প্রতিমার পড়াশুনো যাতে বন্ধ না হয়ে, সেদিকেও নজর রাখবেন বলে জানিয়েছেন ইয়াকুব আলি।
  • Link to this news (আজকাল)