সিনেমায় AI কৃতি প্রেম করছেন, বাস্তবে AI আইরিস ক্লাস করাবেন!
২৪ ঘন্টা | ০৮ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি 'তেরি বাতো মে উলঝা জিয়া' সিনেমায় আমরা পরিচালিত এক মহিলার রূপে দেখেছে কৃতি শ্যাননকে। সেখানে নানান জিনিস করতে দেখা গেছে তাঁকে। কখনও নাচছেন আবার কখনও বা খাবার বানাচ্ছেন। অথচ তিনি যে রোবোট তা দেখে বোঝা দায়। সেরকমই এক AI শিক্ষিকার গল্প শোনাল কেরালা।কেরালার তিরুবনন্তপুরমে কে টি সি টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার একটি যুগান্তকারী মুহূর্ত উন্মোচিত হল। এই স্কুল ভারতের প্রথম এআই রোবট শিক্ষক, আইরিসকে পরিচয় করিয়ে দিল বিশ্বের সঙ্গে। মেকার ল্যাবস (Makerlabs Edutech) দ্বারা তৈরি, জেনারেটিভ এআই দ্বারা চালিত এই রোবটটি নতুন কিছু শিখতে চাওয়াকে পুনরায় সংজ্ঞায়িত করছে এবং এই আবিস্কার শিক্ষার ক্ষেত্রে এক নতুন রেকর্ড গড়েছে।
ইনস্টাগ্রামে আইরিসের একটি ভিডিও শেয়ার করে, মেকারল্যাবস লিখেছে, 'আইরিসের মধ্যে আমরা সত্যিকারের ব্যক্তির অভিজ্ঞতা তৈরি করতে AI-এর শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষায় বিপ্লব ঘটাতে শুরু করেছি। প্রতিটি শিক্ষার্থীর চাহিদা এবং পছন্দের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে, আইরিস শিক্ষাবিদদেরকে আকর্ষক এবং কার্যকর পাঠ প্রদানের ক্ষমতা দেয় যা আগে কখনও হয়নি।'