ব্রিগেডে মেগা রবিবার! চমকের পর চমকে 'গর্জন' তুলবে তৃণমূল...
২৪ ঘন্টা | ০৮ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোরগোড়ায় লোকসভা ভোট। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার প্রচার নামছে তৃণমূল। ব্রিগেডে সমাবেশের বিশাল তোড়জোড়। স্রেফ বাংলাই নয়, অন্য রাজ্য নেতা-নেত্রীরাও থাকবেন মঞ্চে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করবেন মমতা-অভিষেক। সূত্রের খবর তেমনই।
১ বছর পার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে তৃণমূল। কখনও দলের সাংসদদের নিয়ে দিল্লিতে গিয়েছেন অভিষেক, তো কখনও আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। এমনকী, ২ দিন ধরে ধরনাও দিয়েছে কলকাতার রেড রোডে! চব্বিশ লোকসভা ভোটের আগে সমাবেশ হবে ব্রিগেডে। নাম, 'জনগর্জন সভা'। কবে? ১০ মার্চ।কেমন হবে এই সমাবেশ? তৃণমূল সূত্রের দাবি. ব্রিগেডে জনগর্জন সভা
----
পূর্ব ভারতের সবচেয়ে বড় জমায়েত।
মঞ্চে থাকবেন ৬০০ জন শীর্ষস্থানীয় নেতা।
মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে।
স্পেশাল ব়্যাম্পে থাকবে দলের প্রতীক।এদিন ব্রিগেডে গিয়ে সভার প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সঙ্গে দেবাশিষ কুমার-সহ তৃণমূল নেতারাও। সূত্রের খবর, ব্রিগেডের সভার পর পরপর আরও সভা করবেন অভিষেক।