• EXCLUSIVE: শিয়রে লোকসভা ভোট, তার আগেই বঙ্গে নাস্তিক সম্মেলন, উদ্দেশ্য ঘিরে তুঙ্গে চর্চা!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
  • Atheist conference Nabadwip:

    বাংলায় নাস্তিকদের (atheist) প্রথম সভা। যাঁরা ভগবানে বিশ্বাস করেন না তাঁরা এক জায়গায় মিলিত হবেন। তারই তোড়জোড় নদিয়ার নবদ্বীপে (Nabadwip)। নবদ্বীপ ধর্মীয় শহর বলে পরিচিত হলেও নাস্তিকদের মতে এটি ধর্ম ব্যবসায়ীদের শহর। তাই প্রথম নাস্তিক সম্মেলন নবদ্বীপেই আয়োজন করা হয়েছে। এরপর তা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে বলেও তাঁরা জানিয়েছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)