• International Womens Day: অকৃত্রিম সাধনায় সফলতার শিখরে! আন্তর্জাতিক নারী দিবসে এক নারীর দুরন্ত একাহিনী প্রেরণা দেবে!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
  • International Womens Day:

    কথায় আছে, ‘যে রাঁধে সে চুলও বাঁধে।’ না এখানে সংসারের রান্নার পাশাপাশি চুল বাঁধা নয়, একহাতে সংসার সামলানোর পাশাপাশি মিষ্টি তৈরি করা শিখে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শর্মিলা। তাঁর এই সফলতার জন্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো-তেও ডাক পেয়েছিলেন। সেখানে সব প্রতিযোগিকে পিছনে ফেলে প্রথম স্থানও অর্জন করেন শর্মিলা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)