Kolkata Weather Today: দোল পর্যন্ত এমন শীত-শীত ভাব? বেলা বাড়লেই মুষলধারে বৃষ্টি কোন কোন জেলায়?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
IMD Weather Update Today March 8:
ফের একবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। এক ধাক্কায় পারদ পতনে শীত-শীত ভাব জেলায়-জেলায়। সদ্য গুছিয়ে তুলে রাখা সোয়েটার-জ্যাকেটে যেন ফের টান পড়েছে। নতুন করে তাপমাত্রা বাড়তে শুরু করবে কবে থেকে? দুর্যোগের পালাও চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপেডট (Weather Update)।