• vivo v30 and vivo v30 pro: Vivo-এর নয়া সিরিজের স্মার্টফোনের চাহিদা তুঙ্গে, লঞ্চ অফারে রয়েছে ৪ হাজারের ছাড়!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
  • বাজারে সুনামি তুলেছে Vivo-এর নয়া সিরিজ। কোম্পানি তিনটি কনফিগারেশনে Vivo V30 ফোন সামনে এনেছে। তিনটি ভ্যারিয়েন্টে সামনে আনা হয়েছে Vivo V30 মডেল। 8 GB + 128 GB, 8 GB + 256 GB এবং 12 GB + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। Vivo-এর নয়া সিরিজের স্মার্ট ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)