Educate cops on free speech: ‘৩৭০ ধারা বাতিলের সমালোচনা করা অপরাধ নয়’, পুলিশকে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ শীর্ষ আদালতের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
‘৩৭০ ধারার সমালোচনা করা অপরাধ নয়’- অধ্যাপককে বেকসুর খালাস শীর্ষ আদালতের। মহারাষ্ট্রের এক অধ্যাপক জাভেদ আহমেদ হাজাম ৫ আগস্ট, ২০১৯ কে ‘কালো দিন’ হিসাবে বর্ণনা করেছিলেন। এই নিয়ে ওই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই মামলার শুনানি চলাকালীন ৭ ই মার্চ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলেছে, ‘কেউ যদি সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সমালোচনা করে তবে সেটাকে কোন ভাবেই অপরাধ হিসাবে দেখা উচিত নয়’।