• ‌নারী দিবসে মোদির উপহার, রান্নার গ্যাসের দাম কমল ১০০ টাকা...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আন্তর্জাতিক নারী দিবসে সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমল ১০০ টাকা। সোশ্যাল মিডিয়ায় মোদি লিখেছেন, ‘‌আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা সারা দেশে লক্ষ–লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমাবে। বিশেষ করে আমাদের নারী শক্তি এতে উপকৃত হবে। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে পারিবারিক কল্যাণ এবং এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।’‌ সরকারি সূত্রের খবর, শুক্রবার রাত ১২টার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম। আপাতত কলকাতায় রান্নার গ্যাসের দাম দাঁড়াল ৮২৯ টাকা। আর দিল্লিতে ১৪.‌২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ৯০০ টাকার মতো। 
  • Link to this news (আজকাল)