• নারী দিবসে সংবর্ধিত টেকনো হাসপাতালের ডাক্তার ও কর্মীরা...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকালের প্রতিবেদন: ‌মহিলা কর্মচারীদের সংবর্ধনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হল ব্যারাকপুর টেকনো গ্লোবাল হাসপাতালে। শুধু ডাক্তার ‌বা নার্স নয়, নিরাপত্তারক্ষী, সাফাই–‌কর্মী থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি বিভাগের কাজের সঙ্গে যুক্ত মহিলাদের সংবর্ধিত করা হয়। তঁাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন টেকনো গ্রুপ সিইও ড.‌ শঙ্কু বোস। হাসপাতালে ‘‌আন্তর্জাতিক নারী দিবস’‌ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর তিথি বিশ্বাস–সহ বিশিষ্টরা। হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকদেরও সংবর্ধনা দেওয়া হয়। এ প্রসঙ্গে ড.‌ বোস বলেন, ‘‌একজন রোগীকে হাসপাতালে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যাম্বুল্যান্স চালক। তাই এখানে হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকদেরও সংবর্ধিত করা হয়েছে। বিদেশের মতো এ দেশেও অ্যাম্বুল্যান্স চালকদের প্রাথমিক চিকিৎসার পাঠ দেওয়া দরকার।’‌ নারী দিবসে অ্যাম্বুল্যান্স চালকের কাজে মেয়েদের এগিয়ে আসার বার্তা দিয়ে ড.‌ বোস জানান, ব্যারাকপুরের টেকনো গ্লোবাল হাসপাতালে এই প্রথম ‌আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে। টেকনো ইন্ডিয়া গ্রুপে মহিলাদের সব সময়ই উৎসাহিত করা হয়। টেকনো ইন্ডিয়া গ্রুপে মোট কর্মীদের ৭০ শতাংশ মহিলা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ৬৮ শতাংশ মহিলা রয়েছেন। এখানেও মেয়েরা ভাল কাজ করছেন। হাসপাতালের ডিরেক্টর তিথি বিশ্বাস জানান, নারী দিবস উপলক্ষে টেকনো গ্লোবাল হাসপাতালের ২২ জন ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। মহিলাদের পাশাপাশি ১২ জন অ্যাম্বুল্যান্স চালককেও সংবর্ধনা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন হাসপাতালের কর্মীরা।‌‌‌‌‌
  • Link to this news (আজকাল)