• দুস্থ ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী করে তুলতে উদ্যোগী হুগলি গ্রামীণ পুলিশ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে নিখরচায় দুস্থ ছাত্র ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ। বৃহস্পতিবার বাঁশবেড়িয়া গ্যাঞ্জেশ প্রাইমারি স্কুলে চালু হল রাজ্যে সরকারের উৎকর্ষ বাংলা কেন্দ্রের। আনুষ্ঠানিকভাবে উৎকর্ষ বাংলা কেন্দ্রের ফলকের আবরণ উন্মোচন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামানাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সি আই সৌমেন বিশ্বাস, মগরা থানার ও সি সুমন কুন্ডু, বরগাছ ফ্রাইন্সানের চেয়ারম্যান রাহুল জহুরি, লায়ন্স ক্লাবের সদস্য পার্থ চ্যাটার্জি, গ্যাঞ্জেশ জুট মিলের আধিকারিক তাপস কুন্ডু, রমেন্দ্র রায়, বাঁশবেড়িয়া ই সি এলের তন্ময় চৌধুরী সহ আরও অনেকে। এই কেন্দ্রের মূল লক্ষ জুটমিল সংলগ্ন এলাকার দুস্থ ছাত্র ছাত্রীদের বিনাব্যায়ে কম্পিউটার শেখান। পাশাপাশি প্রশিক্ষণ শেষে সরকারি শংসাপত্র প্রদান করা।
  • Link to this news (আজকাল)