চূড়ান্ত কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা, ওয়ানাড়েই প্রার্থী রাহুল!
২৪ ঘন্টা | ০৮ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নির্বাচন কমিটি, গত সন্ধ্যায় তাদের প্রথম বৈঠকে দশটি রাজ্যের মধ্যে ছয়টির জন্য বেশিরভাগ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। মধ্যরাতের কাছাকাছি বৈঠক শেষ হলে দলের সিনিয়র নেতা কেসি ভেনুগোপাল বলেছিলেন, ‘শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণা করা হবে’।ভেনুগোপাল সাংবাদিকদের বলেন, ‘আমরা কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগঢ়, দিল্লি এবং লাক্ষাদ্বীপ থেকে আসন চূড়ান্ত করেছি... প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে’।
সূত্র মারফৎ জানা গিয়েছে যে, রাহুল গান্ধী কেরালার ওয়ানাড় থেকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে এবং জ্যোৎস্না মহন্ত কোরবা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছত্তিশগড় থেকে সব প্রধান নেতাই নির্বাচনের মাঠে থাকবেন বলেও জানা গিয়েছে।কংগ্রেস কেরালা থেকে ২০টি আসনের মধ্যে ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর প্রার্থীদের মধ্যে থাকবেন বলে জানা গিয়েছে।কর্ণাটকে, কংগ্রেস ওই রাজ্যে তাঁদের মন্ত্রীদের প্রার্থী করবে না বলেই জানা গিয়েছে। বেশিরভাগ মন্ত্রীই লোক সভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নয় এমন খবর জানা যায়। দুই মন্ত্রী এই বিষয়ে তাঁদের রিজার্ভেশন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। শুধুমাত্র একজন মন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে।রাজ্য থেকে প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্য দলের প্রধান ডি কে শিবকুমারের ভাই, দলের সাংসদ ডি কে সুরেশ। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খারগের আসন কালবুর্গির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।দলের তরফে জানা গিয়েছে যে সোমবার আবার বৈঠকে বসবে কমিটি।শুক্রবার যে তালিকা নিয়ে আলোচনা করা হবে তাতে দিল্লি, ছত্তিশগঢ়, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, সিকিম এবং লাক্ষাদ্বীপ অন্তর্ভুক্ত রয়েছে। পরের রাউন্ডের জন্য উত্তর-পূর্বকে রেখেছে তাঁরা।সামনেই আসতে চলেছে লোক সভা নির্বাচন। নির্বাচনের মুখেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা শুরু হয়েছে। যদিও কংগ্রেস এখনও দুটি গুরুত্বপূর্ণ রাজ্য, মহারাষ্ট্র এবং বাংলায় আসন ভাগাভাগির সমস্যাটি সমাধান করতে পারেনি। এই দুটি রাজ্য মিলিয়ে মোট ৯০টি আসন রয়েছে।মহারাষ্ট্রের ৪৮টি আসনের জন্য মহা বিকাশ আগাড়ি জোটের সঙ্গে আলোচনা এখনও চলছে। বাংলায়, কংগ্রেস মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্ত করার চেষ্টা করছে।