Shahjahan Sheikh-Sukumar Mahata: ED আক্রান্ত হওয়ার দিনেই শাহজাহানের সঙ্গে কথা, CBI তদন্ত শুরু হতেই ‘সব ফাঁস’ বিধায়কের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
Shahjahan Sheikh-Sukumar Mahata:
সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়। CBI সূত্রের দাবি, ইতিমধ্যেই ED-র উপর হামলার দিন শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) মোবাইল ফোনের কল রেকর্ড তাঁদের হাতে এসেছে। সূত্রের দাবি, সেই কল ডিটেলস ঘেঁটে CBI দেখেছে, ঘটনার দিন (৫ জানুয়ারি) সন্দেসখালির (Sandeshkhali) তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর (Sukumar Mahata) সঙ্গে ফোনে কথা হয়েছিল শেখ শাহজাহানের। বিষয়টি প্রকাশ্যে আসতেই আত্মপক্ষ সমর্থনে যুক্তিও দিয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)