আবারও শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। এবার CBI-এর একটি দল এদিন সকালে শাহজাহানের সন্দেশখালির (Sandeshkhali) আকুঞ্জিপাড়ার বাড়িতে হানা দেয়। শাহজাহানের পরিবারের সদস্যদেরও বেশ কয়েকটি বাড়িতে এদিন গিয়েছেন তদন্তকারী অফিসাররা। CBI-এর সঙ্গেই গিয়েছেন ED-রও দুই প্রতিনিধি। এই দু’জন গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশিতে এসে আক্রান্ত হয়েছিলেন।