Alia-Raha: একবছরের মেয়ে এমন কিছু করবেন ভাবেননি আলিয়া, প্রকাশ্যে রাহার কীর্তি!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
একরত্তি মেয়ে, তাঁকে দেখলে কত মানুষ হেসে ওঠেন। তাদের মন ভাল হয়ে যায়। আলিয়া এবং রণবীর কন্যা রাহা কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন। বিশেষ করে, আম্বানি পরিবারের বিয়েতে গিয়েও বেশ নজরে এসেছে সেই খুদে।