• AB de Villiers: কামিন্সকে ক্যাপ্টেন করে স্বদেশীয়কে অপমান! IPL ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে গরম এবার এবিডি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
  • :

    সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) অধিনায়কের পদ থেকে দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করামের অপসারণে হতাশ এই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তনী তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডেভিলিয়ার্স। তবে, মার্করামকে সরিয়ে প্যাট কামিন্সকে এসআরএইচ অধিনায়ক করার কারণটা তিনি বুঝতে পেরেছেন বলেই ডেভিলিয়ার্স জানিয়েছেন। গোটা পর্বের সঙ্গে এসআরএইচের কিউয়ি কোচ ড্যানিয়েল ভেট্টরির একটা যোগসূত্র আছে বলেই ধারণা দক্ষিণ আফ্রিকান তারকার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)