Chimpanzee viral video: ড্রোন হাতে কেরামতি! শিম্পাঞ্জির এমন অবাক করা ভিডিও আগে দেখেননি
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ মার্চ ২০২৪
এক ঝলকে মনে পড়বে ‘প্ল্যানেট অফ দ্য অ্যাপস’-এর দৃশ্য!সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দাবানলের মত ভাইরাল হচ্ছে। ভিডিওতে শিম্পাঞ্জিকে মানুষের মতোই হুবহু রিমোট হাতে ড্রোন ওড়াতে দেখা যাচ্ছে। সিনেমার পর্দা ছাড়া বাস্তব জীবনে এমন বুদ্ধিমান শিম্পাঞ্জিকে দেখে একেবারে হতবম্ভ নেটপাড়া।