• তালিবান সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় ভারত
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে নিজেদের সম্পর্কের উন্নতি চায় ভারত। বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্মসচিব জেপি সিং এবার দেখা করলেন তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে। নয়াদিল্লি যে তালিবানি সরকারের সঙ্গে নিজেদের সম্পর্কে জোর দিতে তৈরি এদিনের বৈঠক থেকে ফের তার স্পষ্ট হল। তালিবানদের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ভারতের বরাবরই ভাল। চাবাহার বন্দরকে কীভাবে ভারত ব্যবহার করবে তা নিয়েও এদিন উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মুত্তাকি বলেন, শিক্ষা-স্বাস্থ্য নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামীদিনে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আফগানিস্তানের তালিবান সরকার আগ্রহী।    
  • Link to this news (আজকাল)