• নাইজেরিয়ায় ২৮০ স্কুলপড়ুয়াকে অপহরণ
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগা থেকে ২৮০ জনের বেশি স্কুলশিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে শিক্ষার্থীদের বয়স ৮-১৫ বছর বয়সের মধ্যে। তাদের সঙ্গে এক শিক্ষকও অপহরণের স্বীকার হয়েছেন। অপহরণে জড়িত গ্যাং সেখানে দস্যু হিসেবে পরিচিত। দস্যুরা কত কয়েক বছরে শত শত মানুষকে অপহরণ করেছে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম দিকে এসব অপহরণের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের আগে পর্যন্ত গত এক বছরে শিশুদের গণ অপহরণের ঘটনা কিছুটা কমেছিল। কাদুনা প্রদেশের গভর্নর উবা সানি অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৭ শিক্ষার্থী এবং স্থানীয় প্রাইমারি স্কুলের ১২৫ শিক্ষার্থী নিখোঁজ হয়। ২৫ জন ফিরে এসেছে।  প্রত্যক্ষদর্শীরা বলেন, এক শিক্ষার্থী বন্দুকধারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে বিরনিন গোয়ারি হাসপাতালে চিকিৎসারত। পালাতে সক্ষম হওয়া এক শিক্ষক বলেন, স্থানীয় লোকজন শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু বন্দুকবাজরা তাদের তাড়িয়ে দেয় এবং একজনের প্রাণ যায়।
  • Link to this news (আজকাল)