• জার্মানিতে টেসলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জার্মানিতে অবস্থিত বৈদ্যুতিন গাড়ি নির্মাণ সংস্থা টেসলার কারখানা। ক্ষয়ক্ষতির জেরে সাত দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চরম বামপন্থী সংগঠন ভলকানো গ্রুপ অগ্নিকাণ্ডের ঘটনার দায় স্বীকার করেছে। টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে কয়েকশো মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। কারখানায় ফের কাজ শুরু করতে অন্তত এক সপ্তাহ লাগবে বলেও জানিয়েছে তারা। মঙ্গলবার ভোরে ব্রান্ডেনবুর্গ রাজ্যে টেসলার গিগা ফ্যাক্টরিতে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। গ্রুনহাইডে এলাকার ওই কারখানায় প্রতিদিন ৭৫০টি গাড়ি তৈরি হয়। স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে একটি বৈদ্যুতিক পাইপলাইনে অগ্নিকাণ্ডের পরেই পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সারাদিন কারখানায় কোনও কাজ হয়নি। কারখানার ১২ হাজার কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এই নাশকতার তীব্র নিন্দা করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার। টেসলা মালিক এলন মাস্ক বলেছেন, ‘‌এরা (ভলকানো গ্রুপ) হয় বিশ্বের সবচেয়ে বোবা ইকো–টেররিস্ট, নয়তো এরা তাদের হাতের পুতুল, যাদের কোনও ভাল লক্ষ্য নেই।’‌
  • Link to this news (আজকাল)