• ‌কানাডায় খুন ছয় শ্রীলঙ্কান নাগরিক
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ কানাডায় মা ও চার শিশু সন্তান সহ ছয় জনকে ছুরির কোপে খুন করা হয়েছে। সম্প্রতি তারা কানাডায় গিয়েছিলেন বলে জানা গেছে। কানাডার রাজধানী অটোয়াতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। যেটিকে ‘‌গণহত্যা’‌ বলে দাবি করেছে কানাডা পুলিশ। স্থানীয় সময় গত বুধবার গভীর রাতে কানাডার রাজধানী অটোয়াতে শ্রীলঙ্কার ছয় নাগরিককে ছুরির কোপে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী ছাত্র ফেবরিও ডি–জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মৃতদের মধ্যে মহিলার বয়স ৩৫ বলে জানা গেছে। এছাড়া তাঁর চার সন্তান, যাদের বয়স ৭, ৪, ২ এবং ২ মাস, তাদেরও হত্যা করা হয়েছে। পাশাপাশি এই পরিবারের পরিচিত এক ৪০ বছরের ব্যক্তিকেও খুন করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা করেছেন। ওই মহিলার বাবা ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 
  • Link to this news (আজকাল)