• সামিকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব বিজেপির
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের বাইশ গজ থেকে কি এবার রাজনীতির ময়দানে মহম্মদ সামি? আচমকা এই সম্ভাবনা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের খবর, বিজেপির উচ্চপর্যায়ের নেতারা ভারতীয় পেসারের সঙ্গে যোগাযোগ করেছেন। আসন্ন নির্বাচন নিয়ে তাঁদের সঙ্গে সরাসরি ফোনে কথা হয়েছে সামির। কিন্তু কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় পেসার। তাঁদের কাছে সময় চেয়েছেন। লন্ডন থেকে গোড়ালির অস্ত্রোপচার করিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন সামি।‌ বর্তমানে বিশ্রামে আছেন। অস্ত্রোপচারের পরই তাঁর আরোগ্য কামনা করে নেটমাধ্যমে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়। বিশ্বকাপ ফাইনালের পর ড্রেসিংরুমে সামিকে আলাদা করে সান্ত্বনা দিতে দেখা যায় মোদীকে। এই কয়েকটা বিষয় থেকেই আন্দাজ পাওয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেটারকে নির্বাচনের প্রার্থী করার জন্য কতটা মরিয়া বিজেপি। বল এখন সামির কোর্টে। তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না ভারতীয় পেসার। তবে শোনা যাচ্ছে, সামি রাজি হলে তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করানো হবে। 
  • Link to this news (আজকাল)