• রোহিত-শুভমনের জোড়া শতরান, ধর্মশালায় চালকের আসনে ভারত...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্দান্ত রোহিত শর্মা এবং শুভমন গিল। ধর্মশালায় দ্বিতীয় দিনের শুরুতে জোড়া শতরান ভারতের। পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে একশো করলেন রোহিত এবং শুভমন। মধ্যাহ্নভোজের বিরতিতে ১ উইকেট হারিয়ে ভারতের রান ২৬৪। ৪৬ রানে এগিয়ে ভারত। শুক্রবার প্রথম সেশনে বিনা উইকেটে ১২৯ রান যোগ করে এই জুটি। ১৬০ বলে ১০২ রানে অপরাজিত রোহিত। ইনিংসে রয়েছে ৩টি ছয়, ১৩টি চার। টেস্টে এক ডজন সেঞ্চুরি হয়ে গেল ভারত অধিনায়কের। অন্য প্রান্তে ১৪২ বল খেলে ১০১ রানে ব্যাট করছেন শুভমন। ৫টি ছয় এবং ১০টি চার দিয়ে ইনিংস সাজান। চলতি সিরিজে দু"জনেরই দ্বিতীয় শতরান। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান ছিল ভারতের। ৫৭ রান করে আউট হন যশস্বী জয়েসওয়াল। শুক্রবার শুরু থেকেই স্বমহিমায় ভারতীয় জুটি। বিপক্ষের বোলারদের রীতিমত শাসন করলেন। তাঁদের ব্যাটিং দেখে কে বলবে এই উইকেটই মাত্র ২১৮ রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। যে পিচে নাস্তানাবুদ হয় ইংল্যান্ডের ব্যাটাররা, সেখানে কীভাবে ব্যাট করতে হয় শেখাচ্ছে ভারত। দিনের শুরুতে অ্যান্ডারসনের বলে যেভাবে ছক্কা হাঁকান গিল, প্রশংসা করতেই হবে। প্রথমে একশোয় পৌঁছন রোহিত। তার দু"বল পরই শতরান শুভমনের। তাঁদের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছে ভারত। কোনও অঘটন না ঘটলে পঞ্চম টেস্টও পকেটে পুরবেন রোহিতরা। 
  • Link to this news (আজকাল)