• কেরিয়ারের সেরা ছন্দে চলে আসব, অলিম্পিকের আগে দাবি নীরজের...
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিকের মাত্র সাড়ে চার মাস বাকি। প্রস্তুতি পর্ব তুঙ্গে। প্যারিসে আরও একটি সোনার জন্য তৈরি হচ্ছেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত স্পোর্টস কনক্লেভে ভিডিও বার্তায় বিশ্বের একনম্বর জ্যাভলিন থ্রোয়ারের দাবি, প্যারিস অলিম্পিকের আগে সেরা ছন্দে চলে আসবেন তিনি। নীরজ বলেন, "আমি কঠোর ট্রেনিং করছি। প্রচন্ড পরিশ্রম করছি। ভাল লাগছে। আমার মনে হচ্ছে নিজের সেরাটা দেওয়া এখনও বাকি আছে। আমার মতে, এবারই আমার সবচেয়ে ভাল প্রস্তুতি হচ্ছে। ক্রমশ আরও ভাল জায়গায় চলে যাব। অলিম্পিকে কঠিন লড়াই হবে। সম্প্রতি এক জার্মান তরুণ ৯০ মিটার অতিক্রম করেছে। আমাকে সোনা ধরে রাখতে হবে। এই প্রতিযোগিতা উপভোগ করব।" টোকিও অলিম্পিকের আগে পদকের আশা ছিল, কিন্তু সোনা জেতার চাপ ছিল না। কিন্তু এবার সবাই ধরেই নিয়েছে জ্যাভলিন থেকে একটি সোনা নিশ্চিত। এই বিষয়টা কি চাপ বাড়াবে তাঁর ওপর? নীরজ বলেন, "টোকিওতে ঠিক চাপ না, উত্তেজনা ছিল। একটা ভয়ও ছিল মনে। তবে পদক জেতার বিষয়ে আশাবাদী ছিলাম। আত্মবিশ্বাস ছিল। এবার একটু চাপ থাকবে। কারণ এবার সেই সোনা ধরে রাখার জন্য যাব। এবার অনেক কঠিন প্রতিযোগিতা হবে। ৯০ মিটার লক্ষ্য। জানি না পারব কিনা। কাছাকাছি পৌঁছেও পেরোতে পারছি না। মানসিকভাবে নিজেকে তৈরি হয়ে যেতে হবে। তবে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে অতটা চাপ অনুভব হয় না।" 
  • Link to this news (আজকাল)