• ৩৭০ ধারা নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধলেন ফারুক
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৩৭০ ধারা বিলোপ নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ। কাশ্মীর সফরে এসে প্রধানমন্ত্রীর ‘নয়া কাশ্মীর’ মন্তব্যের পর ফারুক বলেন, ৩৭০ ধারা বিলোপের আগে কাশ্মীরে উন্নয়ন হয়েছিল। তাহলে কীভাবে প্রধানমন্ত্রী এই ধরণের মন্তব্য করেন ? প্রসঙ্গত, কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী বলেন, দশক ধরে রাজনৈতিক ফায়দা তুলতে কংগ্রেস জম্মু-কাশ্মীরের মানুষকে ভুল পথে নিয়ে গিয়েছে। তবে বিজেপি সরকার ৩৭০ ধারা বিলোপ করে এখানে নতুন যুগের সূচনা করেছে। এখানকার সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পেয়েছে। এরপরই প্রধানমন্ত্রীকে পাল্টা উত্তর দেন ফারুক আবদুল্লাহ। প্রসঙ্গত, ২০১৯ সালের পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম জম্মু-কাশ্মীর সফর। ৬,৪০০ কোটি টাকার উন্নয়নের প্রকল্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।    
  • Link to this news (আজকাল)