• মেপে পানীয় জল খরচ করার নির্দেশ বেঙ্গালুরুতে
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জলকষ্টে ভুগছে বেঙ্গালুরু। সকলকেই হিসাব করে পানীয় জলের ব্যবহার করতে বলা হয়েছে। বেঙ্গালুরুতে গাড়ি ধোয়া নিয়ে এবার জরিমানার কথা ঘোষণা করল বেঙ্গালুরুর জল সরবরাহকারী বোর্ড। শুধু গাড়ি ধোয়াই নয়, নির্মাণকাজ এবং বিনোদনের কাজেও যাতে জলের অপব্যবহার না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। এই নিয়ম মানা না হলে ৫ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে নির্দেশিকা জারি হয়েছে। এর পাশাপাশি যদি বোর্ড মনে করে তবে তাঁরা অতিরিক্ত ৫০০ টাকাও জরিমানা করতে পারেন। বেঙ্গালুরুতে এক দশমিক তিন কোটি বাসিন্দা রয়েছেন। দৈনন্দিন জলের চাহিদা যেখানে দুজারা ছশো মিলিয়ন লিটার থেকে শুরু করে দুহাজার আটশো মিলিয়ন লিটার, সেখানে মাত্রা এক হাজার পাঁচশো মিলিয়ন লিটার জল পাওয়া যাচ্ছে। এই সময় যাতে জলের কালোবাজারি না হয় সেজন্য ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। যারা এই সময় জল সরবরাহ করছেন তাঁদের দিকেও কড়া নজরদারি রাখা হয়েছে। 
  • Link to this news (আজকাল)