• মুর্শিদাবাদে ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মঘাতী যুবক
    আজকাল | ০৮ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সময়মত ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পাওনাদারদের চাপে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাজিতপুর গ্রামে। মৃত যুবকের নাম সাবিরুদ্দিন শেখ(৩৮)। স্থানীয় সূত্রে খবর, পেশায় পরিযায়ী শ্রমিক সাবিরুদ্দিন কলকাতা সহ বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত। পরিবার সূত্রে খবর, ভিন রাজ্যের নিয়মিত কাজ না পেয়ে সাবিরউদ্দিন সাম্প্রতি নিজের গ্রাম বাজিতপুরে ফিরে আসে। তবে নতুন একটি কাজের বরাত পাওয়ায় দিন কয়েকের মধ্যে ফের তাঁর ভিন রাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল। মৃত যুবকের আত্মীয় নুর ইসলাম শেখ বলেন," পরিবার চালানোর জন্য দুই সন্তানের বাবা সাবিরউদ্দিন একাধিক ব্যক্তির কাছ থেকে চড়া সুদে প্রচুর টাকা ধার করেছিলেন। কিন্তু সেই টাকার সময়মত ফেরত দিতে না পারার জন্য পাওনাদাররা নিয়মিত তার বাড়িতে এসে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিত। টাকা ধার নেওয়া এবং সময়মত সেই টাকা ফেরত দিতে না পারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সাবিরুদ্দিনের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এরপর বেলা ১১ টা নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সাবিরুদ্দিন। সারাদিন খোঁজ করে কোথাও সাবিরুদ্দিনের খোঁজ মেলেনি। এরপর রাতের দিকে স্থানীয় একটি আমবাগানে সাবিরুদ্দিনের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)