• ব্রিগেডে মেগা রবিবার! চমকের পর চমকে 'গর্জন' তুলবে তৃণমূল...
    ২৪ ঘন্টা | ০৮ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোরগোড়ায় লোকসভা ভোট। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এবার প্রচার নামছে তৃণমূল। ব্রিগেডে সমাবেশের বিশাল তোড়জোড়। স্রেফ বাংলাই নয়, অন্য রাজ্য নেতা-নেত্রীরাও থাকবেন মঞ্চে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করবেন মমতা-অভিষেক। সূত্রের খবর তেমনই।

    ১ বছর পার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে তৃণমূল। কখনও দলের সাংসদদের নিয়ে দিল্লিতে গিয়েছেন অভিষেক, তো কখনও আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। এমনকী, ২ দিন ধরে ধরনাও দিয়েছে কলকাতার রেড রোডে! চব্বিশ লোকসভা ভোটের আগে সমাবেশ হবে ব্রিগেডে। নাম, 'জনগর্জন সভা'। কবে? ১০ মার্চ।কেমন হবে এই সমাবেশ? তৃণমূল সূত্রের দাবি. ব্রিগেডে জনগর্জন এক নজরে-----পূর্ব ভারতের সবচেয়ে বড় জমায়েতের লক্ষ্য। প্রায় ৬০০ নেতা থাকবেন মঞ্চে। ৩ পর্যায়ে ভাগ করা হবে নেতৃত্বকে।বিশেষ র‍্যাম্প। মূল মঞ্চটি একটি বিশেষ র‍্যাম্প দিয়ে যুক্ত থাকবে জেটির আকার হবে তৃণমূলের জোড়াফুল চিহ্নের মতোর‍্যাম্পটি এমনভাবে করা হচ্ছে যাতে জমায়েতের সব দিকের মানুষের সঙ্গে সংযোগ করা যায়কেবল রাজ্য থেকে নয় ভিনরাজ্যের নেতারাও থাকবেন মঞ্চে

    থাকবেন রিপুন বোরা, সুস্মিতা দেব, মুকুল সাংমা, ললিতেশ-রাজেশ ত্রিপাঠি, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ প্রমুখ নেতারা।মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনা এবং বকেয়া টাকা নিয়ে উঠবে গর্জন। লোকসভা নির্বাচনের প্রচারও শুরু হবে এই মেগা জমায়েত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জরুরি ঘোষণা করবেন। ব্রিগেডের এই সভার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় পর পর জেলায় জেলায় জনসভা শুরু করবেন। প্রচারের থিম বাংলা জাগবে। গর্জে উঠবে। বিজেপি-র জমিদারি শেষ করবে। এদিন ব্রিগেডে যান অভিষেক। খতিয়ে দেখেন মূল মঞ্চ-সহ ব়্যাম্পটি। ব্রিগেডে নিরাপত্তা ও মঞ্চের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঞ্চ থেকে অনেকটা দূরে বসতে হয় দলের কর্মী-সমর্থকদের।  ফলে মঞ্চে যাঁরা থাকেন, তাঁদের দেখার সুযোগ মেলেনি। তৃণমূল সূত্রের খবর, মঞ্চে ভাষণ দেওয়ার সময়ে এবার ব়্যাম্প দিয়ে হেঁটে ব্রিগেডের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যেতে পারবেন দলের নেতারা। এদিকে মালদহ ও মুর্শিদাবাদ থেকে যে তৃণমূল কর্মী-সমর্থকরা ব্রিগেডে আসবেন, তাঁদের থাকা ও খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলী স্টেডিয়ামে। সেখানেও যান অভিষেক। বরো চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন গোটা ব্যবস্থা।
  • Link to this news (২৪ ঘন্টা)