• গাজায় ইজরাইলি হামলায় নিহত ৮৩ প্যালেস্তাইনি
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরাইলি বাহিনীর হামলায় আরও ৮৩ প্যালেস্তাইনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এতে নিহতের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার হাজার ৮০০ জন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় অন্তত ৭২ হাজার ২৯৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরাইলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইজরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লক্ষেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
  • Link to this news (আজকাল)