• সরকার, নির্বাচন কমিশনের আরটিআই পোর্টালে সমস্যা
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,দিল্লি: আপাতকালীন রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ কেন্দ্রীয় সরকারের আরটিআই পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সরকারের তরফে প্রশ্ন চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করা হয়। ফলে আপাতত ব্যাহত আরটিআই আবেদন। অন্যদিকে একইভাবে নির্বাচন কমিশনেরও আরটিআই ওয়েবসাইটে কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞ করণ সাইনি বিষয়টি প্রথম জানিয়েছেন টেক ক্রাঞ্চ নামে একটি প্রযুক্তিগত ওয়েবসাইটকে। সেখান থেকেই খবর ছড়িয়ে পড়ে।সমস্যাটির দ্রুত সমাধানের জন্য কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটি নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সমস্য দূর করা হয়েছে বলে দাবি সিইআরটির। যদিও কিছু সমস্যা রয়েছে গিয়েছে। নির্বাচন কমিশনের আরটিআই পোর্টালে ফি দিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। বর্তমানে আরটিআই আবেদন করা যাচ্ছে এবং ফি জমা দেওয়াও গেলেও শুধুমাত্র নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট, ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়ার বিষয়টি সীমাবদ্ধ রাখা হয়েছে। বাকি যে সমস্ত অনলাইন টাকা ট্রান্সফারের প্লাটফর্মগুলি রয়েছে, সেগুলির মাধ্যমে ফি দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে সক্ষম হলেও, নিজের আবেদনের স্থিতি জানা যাচ্ছে না। আবেদনের স্থিতি জানতে গেলেই ওয়েবসাইটে দেখানো হচ্ছে, সমস্যা রয়েছে, কয়েক মিনিটের মধ্যে ঠিক করা হবে। যদিও প্রায় এক সপ্তাহ ধরেই এই পরিস্থিতি চলছে।আরটিআই অলাইন পোর্টালটির দায়িত্বে থাকে কর্মিবর্গ মন্ত্রক। যে সংস্থা বিষয়টি রক্ষণাবেক্ষণ করে তাদের তরফে জানানো হয়েছে এই ধরণের কোনও খবর তাদের কাছে নেই। তবে সরকারের তরফে জানানো হয়েছে, আরটিআই আবেদন জমা দিতে কোনও সমস্যা হবে না নাগরিকদের। কেন্দ্রীয় সরকারের আরটিআই আবেদনের সমস্যা নতুন নয়। ২০২৩ সালের আগষ্টে জানা যায়, ২০২২ সালের আগে যে সমস্ত আবেদন জমা হয়েছে, সেগুলি নিখোঁজ।
  • Link to this news (আজকাল)