• ‌ গাজায় ত্রাণবোঝাই বাক্স চাপা পড়ে মৃত পাঁচ
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গাজায় ত্রাণ বোঝাই বাক্স চাপা পড়ে মারা গেল পাঁচ জন প্যালেস্তাইনী শরনার্থী। আহত হয়েছেন দশ জন। বিমান থেকে ফেলা ত্রাণবাহী প্যারাস্যুট সময়মতো না খোলার ফলেই এই বিপত্তি। প্রসঙ্গত, শুক্রবার যুদ্ধবিধ্বস্ত পশ্চিম গাজার আল শাতি শরণার্থী শিবিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। বিমান থেকে প্যারাস্যুটের মাধ্যমে অনেকগুলি ত্রাণবোঝাই বাক্স ফেলা হচ্ছিল। তার মধ্যে একটি প্যারাসুট সময়মতো না খুলে আছড়ে পড়ে শরণার্থী শিবিরের সামনের জমায়েতে। হতাহতদের স্থানীয় আল শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ জন মারা যান। প্রসঙ্গত, টানা ছ’মাসের ইজরায়েলি অবরোধের জেরে গাজায় দেখা দিয়েছে খাদ্যসঙ্কট। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরগুলিতে প্রতিদিন ত্রাণের আশায় ভিড় জমাচ্ছেন ঘরছাড়া প্যালেস্তাইনিরা। এবার ঘটে গেল বড় বিপত্তি। 
  • Link to this news (আজকাল)