• স্বাধীনতা-গণতন্ত্র আক্রমণের মুখে: বাইডেন
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দেশে ও দেশের বাইরে স্বাধীনতা-গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে। গণতন্ত্র রক্ষায় আইনপ্রণেতাদের এক হতে হবে।স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনের বাৎসরিক ভাষণে বাইডেন একথা বলেন। এ সময় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কড়া সমালোচনা করে বাইডেন।ট্রাম্প বলেছিলেন, ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। তাঁর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জো বাইডেন বলেন, ‘তার এই অবস্থান বিপজ্জনক-অগ্রহণযোগ্য।’এদিকে, ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়ে বাইডেন বলেছেন, যদি ইউক্রেন থেকে আমেরিকা দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। তাই আমরা সরে যাব না।
  • Link to this news (আজকাল)