• মিটল সমস্যা, ইস্ট-মোহন সমর্থকদের জন্য একই দামে টিকিট
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মিটল ডার্বির টিকিট বিতর্ক। একই দামে টিকিট পাবে দুই দলের সমর্থক। শুক্ররাব একটি বিবৃতি দিয়ে সেটা জানিয়ে দেওয়া হয় ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের তরফ থেকে। সেখানে বলা হয়, "৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম লেগের ডার্বিতে নিজেদের সমর্থকদের জন্য টিকিটের দামে ছাড় দিয়েছিল মোহনবাগান। স্বচ্ছতা বজায় রাখতে আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিই। সেটা আমরা প্রকাশ্যেই জানাই। কিন্তু এই পদক্ষেপ সমস্যা সৃষ্টি করেছে। বাজারে একটা ভুল বার্তা গিয়েছে। তারপর আমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করি। নতুন করে টিকিটের দাম ঠিক করা হয়েছে। দুই দলের সমর্থকদের জন্য টিকিটের মূল্য একই থাকবে।" মোহনবাগান কর্তারা ডার্বি বয়কট করায় চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। এদিন ক্লাব, ইমামির কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তারপরই সমাধান বেরোয়। শেষপর্যন্ত ডার্বিতে দু"দলের সমর্থকদের জন্যই টিকিটের দাম এক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান সমর্থকদের জন্য যে মূল্য নির্ধারিত হয়েছিল, সেই দামেই টিকিট কাটতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদেরও। এখনও পর্যন্ত তাই জানা গিয়েছে। এবার ডার্বি বয়কটের সিদ্ধান্ত মোহনবাগান কর্তারা প্রত্যাহার করে কিনা সেটাই দেখার। 
  • Link to this news (আজকাল)