• ‌ষাঁড়ের তাণ্ডব বানারহাটের দেবপাড়া চা বাগানে
    আজকাল | ০৯ মার্চ ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে গত দু’‌মাস ধরে চলছে ষাঁড়ের তাণ্ডব। আতঙ্কে বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। বাচ্চাদের স্কুল যেতেও হচ্ছে সমস্যা। এখনও পর্যন্ত বাগানের প্রায় ৩০ জন বাসিন্দা ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চা বাগান সহ গ্রামে ঘুরে বেড়ানো ষাঁড়টি বন্যপ্রাণী না হওয়ায় বনদপ্তরের কর্মীরা এসেও সেটিকে কাবু না করেই ফিরে গিয়েছে। ব্লক প্রশাসনও অসহায়। ফলে বাড়ছে ক্ষোভ। দেবপাড়া চা বাগানের বাসিন্দা সঞ্জয় নাইক বলেন, প্রায় দু’‌মাস ধরে গ্রামে ষাঁড়টি তাণ্ডব চালাচ্ছে। ষাঁড়ের গুতোয় প্রায় ৩০ জন আহত হওয়ার পাশাপাশি ভাঙা গেছে সাইকেল, বাইক সহ বাড়ির নানান জিনিসপত্র। দেবপাড়া চা বাগানের স্থানীয় পঞ্চায়েত সদস্য বসন্ত বড়াইক বলেন, ‘‌বাগানের নাইক লাইন সহ বিভিন্ন এলাকায় ষাঁড়টি তাণ্ডব চালাচ্ছে।’‌ বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মন জানান, দেবপাড়া চা বাগানের পঞ্চায়েত সদস্যরা তাকে বিষয়টি লিখিত জানিয়েছিল। তিনি বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা ও ধূপগুড়ি প্রাণী দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য জানান। ষাঁড়টিকে কাবু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 
  • Link to this news (আজকাল)